যাত্রাবাড়িতে চারতলা ভবনজুড়ে জাকিরের গবাদিপশুর খামার সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/zbI0UQOqagY ============================
ঢাকার যাত্রাবাড়িতে চারতলা ভবনজুড়ে প্রাণিসম্পদের খামার গড়েছেন জাকির হোসেন নামের এক উদ্যোক্তা। উপযুক্ত জায়গা খোঁজার পরিবর্তে ভার্টিকাল খামার গড়ে দুই বছরে কাক্সিক্ষত সাফল্য অর্জন করেছেন তিনি।
একুশ বছর সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছিলেন গরুর খামার গড়ার স্বপ্ন নিয়ে। পরিবারের সবাইকে একরকম গোপন করেই উত্তর যাত্রাবাড়ি কাজলার পাড়ে চারতলা ভবন গড়ে তোলেন জাকির হোসেন। ফ্ল্যাট বিক্রি কিংবা ভাড়া দেয়ার পরিবর্তে প্রতিটি ফ্লোর ভাগ করে দেন গরু-বাছুরের জন্য।
এরই মধ্যে খামারে এসেছে যশ ও আর্থিক সাফল্য। দিনে তিন থেকে সাড়ে তিন’শ লিটার দুধ, আর প্রতি বছর মাংসের গরু বিক্রির হিসাবটি উৎসাহ বাড়িয়ে চলেছে জাকিরের।
দুধ, মাংসের গরুর বাইরেও ছাগল ও ভেড়া রয়েছে জাকিরের এই ভার্টিকাল খামারে। রয়েছে বায়োগ্যাস প্লান্টও।
Like and follow Facebook: https://bit.ly/2PLleD8 Subscribe YouTube: http://bit.ly/2wIBg7r Follow Twitter: https://bit.ly/2r0ZpoU Follow Instagram: https://bit.ly/2qdPv2S Follow Linkedin: https://bit.ly/33aq7tk